| |
Desenvolvimento Embrionário: 4 a 6 Semanas
Capítulo 11 4 Semanas: Líquido Amniótico
|
| |
| ৪ সপ্তাহের মধ্যে জলীয়
পদার্থে ভর্তি একটা থলির মধ্যে স্বচ্ছ এম্নিয়ন
ভ্রূণকে ঘিরে ফেলে.
জীবাণুমুক্ত তরল
যাকে এম্নিওটিক ফ্লুইড বলে
ভ্রূণকে আঘাত পাওয়া থেকে রক্ষা করে.
|
Capítulo 12 O Coração em Ação
|
| |
| হৃৼস্পন্দন সাধারণতঃ প্রতি
মিনিটে ১১৩বার হয়.
দেখুন কী ভাবে হৃৼপিন্ড রঙ বদলায় যখন
প্রতি স্পন্দনের সাথে সাথে রক্ত
প্রকোষ্ঠগুলিতে ঢোকে এবং বেড়োয়.
জন্মের পূর্বে হৃৼস্পন্দন মোটামুটি
৫ কোটি ৪০ লক্ষবার হবে
এবং ৮০-বছরের জীবনকালে
৩.২ লক্ষ কোটিবারের বেশি হবে.
|
Capítulo 13 O Crescimento do Cérebro
|
| |
| মস্তিষ্কের দ্রুত বিকাশ প্রতীয়মান হয়
ফোরব্রেন,
মিডব্রেন,
এবং হিন্ডব্রেনের আকৃতির বদল দিয়ে.
|
Capítulo 14 Brotos dos Membros
|
| |
| ৪ সপ্তাহে লিম্ব বাডের আবির্ভাবের সাথে সাথে
হাত এবং পায়ের বিকাশ শুরু হয়ে যায়.
|
| চামড়া এই সময় স্বচ্ছ থাকে
কারণ ওটি মাত্র এক কোষ পুরু থাকে.
যেই চামড়া পুরু হতে থাকে,
ওর স্বচ্ছতা চলে যায়,
যার অর্থ হল আমরা আর
এক মাস ভিতরের অঙ্গের বিকাশ দেখতে পাব.
|
Capítulo 15 5 Semanas: Hemisférios Cerebrais
|
| |
| ৪ আর ৫ সপ্তাহের ভিতরে,
মস্তিষ্ক দ্রুত বিকশিত হতে থাকে
এবং ৫টি স্বতন্ত্র অংশে ভাগ হয়ে যায়.
ভ্রূণের সম্পূর্ণ আকারের প্রায় ১/৩ হল মাথা.
গুরুমস্তিষ্কসংক্রান্ত অর্ধ আবির্ভূত হয়,
এবং ক্রমে মস্তিষ্কের সবচেয়ে
বড় অংশ হয়ে ওঠে.
গুরুমস্তিষ্কসংক্রান্ত অর্ধ যে কাজগুলি নিয়ন্ত্রণ করে
তা হল ভাবনা, শিক্ষা,
স্মৃতি, কথা, দৃষ্টি,
শ্রুতি, স্বতঃস্ফূর্ত চলাফেরা,
এবং সমস্যার সমাধান করা.
|
Capítulo 16 Vias Respiratórias Principais
|
| |
| শ্বসনতন্ত্রে,
শ্বাসনালীর দুটি প্রধান ডান ও
বাম শাখা প্রকাশ পেয়েছে
এবং শেষে কন্ঠনালীকে ফুসফুসের
সাথে যুক্ত করবে.
|
Capítulo 17 Fígado e Rins
|
| |
| দেখুন ঐ বিশাল যকৃৼ স্পন্দিত হৃৼপিন্ডের
পাশে পেটকে ভরিয়ে ফেলছে.
স্থায়ী মূত্রগ্রন্থি ৫ সপ্তাহের
মধ্যে প্রকাশিত হয়.
|
Capítulo 18 Saco Vitelino e Células Germinativas
|
| |
| কুসুমথলীতে প্রাথমিক প্রজনন-সংক্রান্ত
কোষ থাকে যাকে বলে জননকোষ.
৫ সপ্তাহের মধ্যে
এই জননকোষগুলো মূত্রগ্রন্থির
পাশে প্রজননসংক্রান্ত অঙ্গে চলে যায়.
|
Capítulo 19 Placas da Mão e Cartilagem
|
| |
| এছাড়া ৫ সপ্তাহের মধ্যে,
ভ্রূণ হাতের প্লেট তৈরি করে ফেলে,
এবং ৫ ১/২ সপ্তাহের মধ্যে
কোমল অস্থি তৈরি শুরু হয়ে যায়.
এখানে আমরা ৫ সপ্তাহ ৬ দিনের
বাঁ হাতের প্লেট আর কব্জি দেখছি.
|